ময়মনসিংহে বাবাকে কুপিয়ে হত্যা
- ময়মনসিংহ অফিস
- ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে ছেলে আব্দুল মতিন (৩৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বাবা জয়নুদ্দিনকে (৭৫)। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মতিন পলাতক রয়েছে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, কিছুদিন আগে জয়নুদ্দিন তার প্রথম স্ত্রীর সন্তান আব্দুল মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা করে জমি লিখে দেন। দলিলে জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। ঘটনার দিন ভোরে বাড়ির সামনের ধানক্ষেতে সেচ দেয়ার সময় মতিন দা দিয়ে কুপিয়ে তার বাবা জয়নুদ্দিনকে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।