১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

কাপাসিয়ায় প্রবাসী খুন : দুই ছেলেসহ চাচা আটক

-

গাজীপুরের কাপাসিয়ায় বাড়ির চালের উপর হেলে পড়া বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক প্রবাসী খুন হয়েছেন। এ সময় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হন। এ ঘটনায় পুলিশ দুই ছেলেসহ এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার কাপাসিয়া উপজেলার বড়বাড়ির টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন (৪০) কাপাসিয়া উপজেলার বড়বাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, জমির সীমানা নিয়ে কাপাসিয়ার বড়বাড়ি গ্রামের নুরুল ইসলামের সাথে তার চাচাতো ভাই প্রতিবেশী আব্দুল লতিফের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে নুরুল ইসলামের ছেলে মোবারক হোসেনের ঘরের চালের উপর আব্দুল লতিফের বাঁশঝাড়ের কিছু বাঁশ হেলে পড়ে। শনিবার সকালে ছোট ভাই আলমকে সাথে নিয়ে ওই বাঁশটি কাটতে যান মোবারক। এ সময় বৃদ্ধ আব্দুল লতিফ এবং তার দুই ছেলে রফিকুল ও হাদিউল লাঠিসোটা নিয়ে এসে বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। একপর্যায়ে মোবারকের বুকে ও হাতে ছুরিকাঘাত করে হাদিউল। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ ঘটনায় মোবারক হোসেন, তার ভাই আলম, বোন খালেদা এবং প্রতিপক্ষের আব্দুল লতিফ ও তার দুই ছেলে রফিকুল, হাদিউল আহত হন।
কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল লতিফ ও তার দুই ছেলে রফিকুল ও হাদিউলকে আটক করা হয়েছে। তারা পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement