গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ২৫ আগস্ট ২০২২, ০০:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে লুৎফর রহমান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি কৈপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। ফশফন খাবার হোটেল বয় ছিলেন।
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ পৌরশহরের ঝিলপাড়ায় এক যুবক ছুরিকাঘাতে আহত হয়ে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ সময় হাসপাতালে নেয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে পদক্ষেপ নেয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান।