লালমনিরহাটে দুর্বৃত্তদের মারধরে আহত ৫ সাংবাদিক
- পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
- ১৪ আগস্ট ২০২২, ০০:০৫
লালমনিরহাটে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পৃথক ঘটনায় গত শুক্রবার বিকেলে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা ও ক্যামেরাম্যান আহসান হাবিব, প্রথম আলোর আবদুর রব সুজনসহ পাঁচ সাংবাদিক। তাদের মধ্যে চারজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান মণ্ডলের ছোট ছেলে ওয়ার্ড যুবলীগ সভাপতি সুলতান মণ্ডল (৩৮) প্রতিবেশী এক গৃহবধূর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। গত কয়েকদিন আগে ওই গৃহবধূকে নিয়ে নিরুদ্দেশ হন সুলতান মণ্ডল। গত শুক্রবার বিকেলে এ ঘটনার তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে সুলতান মণ্ডলের বাড়ির পাশে আকস্মিকভাবে পথরোধ করেন আজিজার রহমান মণ্ডল ও তার বড় ছেলে সাহেদ মণ্ডল। এ সময় সাহেদ মণ্ডল সাংবাদিকদের মারধর এবং হাতে থাকা ক্যামেরা ভাঙচুর করেন। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। তিনি এ ঘটনার তীব্র নিন্দা এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবি করেন।
এ দিকে একই দিন দুপুরে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে সরকারি একটি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় সেই দৃশ্য ধারণ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক রবিউল ইসলাম রবি।
এভাবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জেলায় কর্মরত বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা