১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুরাদনগরে হামলায় ব্যবসায়ী নিহত : পাঁচ শতাধিক দোকান বন্ধ

-

দোকান কেনা-বেচাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের ৫ শতাধিক দোকান বন্ধ রয়েছে। নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে নামধারী ৬ জন ও অজ্ঞাত আরো ১০/১২ বিরুদ্ধে মামলা করেছেন। নিহত ব্যবসায়ী হাজী আবুল হাসেম (৭১) উত্তর ত্রিশ গ্রামের মৃত মহরম আলীর ছেলে।
নিহতের ছেলে ইকবাল হোসেন ও মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের ব্যবসায়ী হাজী আবুল হাসেমের সাথে তার একটি দোকান কেনা-বেচাঁ নিয়ে কথা কাটাকাটি হয় বাখরনগর গ্রামের নায়েব আলী মুন্সীর ছেলে আজিম মিয়ার। এক পর্যায়ে আজিমের সাথে থাকা লোকজন হামলা চালায় ব্যবসায়ী হাজী আবুল হাসেমের উপর। এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায় ব্যবসায়ী আবুল হাসেম। পরে বাজারের ব্যবসায়ীরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্যবসায়ীরা এ খবর শুনে উক্ত ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের ৫ শতাধিক দোকান-পাঠ বন্ধ রাখেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ উক্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।
অভিযুক্ত আজিম মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ বলেন, উক্ত ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement

সকল