ফরিদপুরে আলাওল সাহিত্য পুরস্কার পেলেন ৬ গুণীজন
- ফরিদপুর সংবাদদাতা
- ০২ ডিসেম্বর ২০১৯, ০০:০০
ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত এবং আলাওল সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার রাতে শহরের অম্বিকা হলে পুরস্কারপ্রাপ্ত কবি-সাহিত্যিকদের হাতে এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
পুরস্কারপ্রাপ্তরা হলেন কবি আলতাফ হোসেন, উপন্যাসিক ওয়াসি আহমেদ, প্রাবন্ধিক সুকুমার বিশ^াস, কবি আসাদ চৌধুরী, ছোট গল্পকার রফিকুর রশীদ ও উপন্যাসিক হরিশংকর জলদাস। এদের মধ্যে কবি আলতাফ হোসেন, রফিকুর রশীদ ও হরিশংকর জলদাস অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।
ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহ্ নেওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা