২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
পাবনা-৩

বিএনপি থেকে আবার মনোনয়ন চান আনোয়ারুল ইসলাম

-

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি থেকে আবার মনোনয়ন চান দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম।
আনোয়ারুল ইসলাম ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৮৫ সালে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ১৯৯০ সালে আবার চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সর্বশেষ ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি দীর্ঘ দিন ধরে এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। দলের দুর্দিনে তিনি পাবনা-৩ এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করে দলকে চাঙ্গা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি গণসংযোগকালে শুভেচ্ছা বিনিময় করছেন ভোটারদের সাথে।
চাটমোহর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু বলেন, কে এম আনোয়ারুল ইসলাম একজন দক্ষ রাজনীতিবিদ। তিনি চারবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে অসংখ্য মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি প্রায় ২০ বছর পাবনা-৩ এলাকার উন্নয়নে কাজ করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে এবং কে এম আনোয়ারুল ইসলামকে মনোনয়ন দিলে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
আনোয়ারুল ইসলাম বলেন, দলের এখন দুঃসময়। এ দুঃসময়ে কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি পালন করে যাচ্ছি। এখন তারেক রহমানকে নিরাপদ রাখা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করাই আমাদের প্রধান কাজ। বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তবে আমি পাবনা-৩ আসন থেকে মনোনয়ন চাইব। নিরপেক্ষ নির্বাচন হলে এ আসনে জয়ী হবো ইনশা আল্লাহ।

 


আরো সংবাদ



premium cement
প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ট্রেনের যাত্রা শুরু, প্রথম দিনেই শিডিউল বিপর্যয় সিলেটে ২ দিনে সাড়ে ৩ কোটি টাকার চোরাইপণ্য জব্দ কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ২ শিশুর মৃত্যু বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় পিএসসির ২ কর্মচারী রিমান্ডে ‘আমার মনি ওই যে গিলো, আর আলো না’

সকল