চরবিষয়ক মন্ত্রণালয় দাবিতে মানববন্ধন
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
‘আইসো বাহে চর বাঁচাই’-স্লোগানে চরের মানুষের জীবন মান উন্নয়নে ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটি এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব এস এম আশরাফুল হক রুবেল ও ডা: মাহাফুজুর রহমান মারুফ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নিজাম উদ্দিন ও অধ্যাপক নাজমুননাহার বিউটিসহ কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার চর উন্নয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা