মামলা প্রত্যাহার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কাউতলি এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এর ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, ২০১৬ ও ২০২১ সালে পৃথক সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৭৫টি মামলা হয়। এসব মামলায় তিন হাজারেরও বেশি হেফাজত ইসলামের নেতাকর্মীসহ আলেম ওলামাকে আসামি করা হয়। এসব মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার মহাসড়কে অবস্থান নেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন আলেমরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা