আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় বান্দরবানে মানববন্ধন
- বান্দরবান প্রতিনিধি
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, ধর্ষণ, হত্যা ও চাঁদাবাজির প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্রসমাজের ব্যানারে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নারী-পুরুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়ক মো: আশিক ইকবাল, ছাত্রনেতা হাবিব আল মাহমুদ, ছাত্রনেতা মো: মুছা, মো: মেজবাহ উদ্দিন, রুমি সেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষ এখন উদ্বিগ্ন ও আতঙ্কিত। মানুষ এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ ছাড়া তদারকির অভাবে জেলা পর্যায়ে স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। বক্তারা অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরো দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা