নোয়াখালীতে নারীকে কুপিয়ে হত্যা
- নোয়াখালী অফিস
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
জানা গেছে আমিন আলীর মেয়ে, স্বামী পরিত্যক্তা নিহত তাছলিমা বেগম রোজি (৬০) তার বাপের বাড়িতে একা বসবাস করত। তার একটি সন্তান রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় রোজি তার নিজ ঘরে ছিলেন। সোমবার রাত ৮টার দিকে হঠাৎ করে তার ঘর থেকে চেঁচামেচির শব্দ শুনতে পান প্রতিবেশীরা।
পরে প্রতিবেশীরা তার ঘরে রক্তাক্ত অবস্থায় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার পাশে একটি রক্তমাখা ধামাও পড়ে থাকতে দেখেন তারা। এ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদ্ল্লুাহ আল ফারুক বলেন হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে একই গ্রামের মো: তারেক (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা