ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদল নেতা আটক
- কুড়িগ্রাম প্রতিনিধি
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে ফরম ফিলাপের টাকা আত্মসাৎ এর অভিযোগে আটক করে রেখেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীরা তাকে হলের একটি কক্ষে আটক করে রাখে।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সরকারি কলেজের বিজয় ২৪ এর আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে কম টাকায় অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের জন্য টাকা নেয় আকাশ। প্রায় ৯৮ জনের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নেয়ার অভিযোগ করেছে ছাত্ররা।
এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতাউল হক খান চৌধুরী বলেন, যারা প্রকৃতপক্ষে হতদরিদ্র তাদেরকেই মূলত কলেজের দরিদ্র তহবিল থেকে সাহায্য করা হয়। কোনো পার্টি আসলে সে যে পার্টিই হোক এভাবে ফরম পূরণের টাকা কম রাখা হয় না। ৫ আগস্টের পর থেকে আমরা আর কোনো অনৈতিক কাজে জড়াতে চাই না।
এ দিকে অন্য একটি সূত্রে জানা গেছে, এ ঘটনার পর আসাদুজ্জামান আকাশকে ছাত্রদলের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা