২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

পাঁচবিবিতে অগভীর নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগ

-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মহিপুর মৌজায় অগভীর নলকূপ থাকা সত্ত্বেও অপর একজনকে নিয়ম বহির্ভূতভাবে অগভীর নলকূপের লাইসেন্স প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। আর উপজেলা সেচ কমিটির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মহিপুর গ্রামের মৃত মতিরাম হেমরমের ছেলে মাইকেল হেমরম। গতকাল মঙ্গলবার মহিপুর নিজবাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন মহিপুর মৌজায় ৫৮৪ দাগে গত ২০১৯ সালের ১২ এপ্রিল উপজেলা সেচ কমিটি কর্তৃৃক লাইসেন্সপ্রাপ্ত হয়ে অগভীর নলকূপ স্থাপন করে সেচকার্য পরিচালনা করে আসছে। এমতাবস্থায় গত কয়েক মাস পূর্বে তার স্কিম এরিয়ার মধ্যে প্রতিবেশী শ্রী ধীরেন মুর্মুকেও বিধিবর্হির্ভূতভাবে অগভীর নলকূপ স্থাপনের লাইসেন্স প্রদান করেন, যা পানি সেচ প্রকল্প আইনের বহির্ভূত।

তিনি আরো বলেন নিয়ম অনুযায়ী একটি অগভীর নলকূপ থেকে আরেকটি অগভীর নলকূপের দূরত্ব ১২১০ ফিট। অথচ নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলা সেচ কমিটি ধীরেন মুর্মুকে ২৭০ ফিট দূরত্বের মধ্যে সেচ লাইসেন্স প্রদান করেন। তাই তার নিয়মবহির্ভূতভাবে স্থাপিত অগভীর নলকূপের লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগ বাতিলের দাবি জানিয়ছেন তিনি।
এ ব্যাপারে ধীরেন মুর্মুর ছেলে পবিত্র মুর্মু বলেন আমাদের নিজেদের জমিতে সেচ দেয়ার জন্য লাইসেন্স গ্রহণ করে সেচ কার্য পরিচালনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সেচ কমিটির সভাপতি বেলায়েত হোসেন বলেন সেচসংক্রান্ত বেশকিছু অভিযোগ পেয়েছি এবং সেগুলোর তদন্ত রিপোর্ট এসেছে। আগামী সেচ কমিটির সভায় আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
ডিএনসিসির আওতাধীন খালের টেকসই উন্নয়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক ইবরাহীম ঝড়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ইংল্যান্ড সিরিয়ায় সামরিক অবস্থানের ঘোষণা নেতানিয়াহুর, দামেস্কসহ কয়েকটি শহরে প্রতিবাদ ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব : ইসি আনোয়ারুল ৩ নির্বাচনে বাংলার মানুষ ভোট দিতে পারেনি : মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা উপদেষ্টা মাহফুজ পেলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যাকাত সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের ন্যায়বিচার কায়েম হলেই দেশে জুলুম বন্ধ হবে : অধ্যাপক মুজিবুর রহমান রাশিয়ার সাথে শান্তিপূর্ণ পরমাণু শক্তি সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ : ড. ইউনূস

সকল