সহকারী জজ নিয়োগ পরীক্ষায় রাবির ২৮ শিক্ষার্থী মনোনীত
- রাবি প্রতিনিধি
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ৪০তম ব্যাচ থেকে ১২ শিক্ষার্থীসহ আইন অনুষদের সর্বমোট ২৮ জন মনোনীত হয়েছেন। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ড. সাইদা আঞ্জু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে মনোনীতরা হলেন শাহজাহান আলী মিলন, ফাইকা তাহজীবা, অনিক আহমেদ, মেহেদী শান্ত, সানজিদা আক্তার সুমা, ফায়েজা ফারহানা, সুবাস চন্দ্র পাল, রাকিবুল হাসান আনন্দ, সাদিয়া নুসরাত, মাহমুদুল হাসান মুন্না, আবু ইউসুফ ফয়সাল, তাসনিম রেজওয়ানা হক খান, এম এ রায়হান সুপ্ত (২৭তম), এলিনা রশীদ, খাদিজাতুল কুবরা শান্ত, মো: সাব্বির আলম সাজু ও জাহিদ হাসান। এ ছাড়াও সোহেল রানা, গগন পাল, ওমর ফারুক, ফারহানা সুলতানা, হামিদা মাসুম লিয়া, ফারহানা বিনতে ইসলাম রয়েছেন যাদের পজিশন জানা যায়নি। আইন বিভাগের আরেক শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও তার পরিচয় এখনো জানা যায়নি।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগ থেকে চারজন শিক্ষার্থী সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ হন। তারা হলেন- রুইমুল ইসলাম, তানসেনা হোসেন মনীষা, কাজী মোহাম্মদ নোমান ইয়াসমিন আরা মুক্তা।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে জানা যায়, এতে মোট ১০২ জনের রোল নম্বর উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদা আঞ্জু বলেন, যারা উত্তীর্ণ হয়েছেন তারা আমাদের গর্ব। তাদের হাতে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে প্রত্যাশা আমাদের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা