শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় আটক ২
- শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঝিনাইদহের শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে র্যাব। গত সোমবার রাতে তাদেরকে ঝিনাইদহ ও ঢাকার গাজীপুর এলাকা থেকে আটক করা হয়। আটককৃতর হলো, ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছানোয়ার হোসেন সনুর ছেলে আবু সাইদ (৩৯) এবং একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনজের হোসেনের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৬)।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান, শৈলকুপার আলোচিত ট্রিপল মার্ডারে ঘটনায় জড়িত সন্দেহে আবু সাইদ ও আনারুল নামে দু’জনকে আটক করে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, গত শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে ট্রিপল মার্ডারের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন নিহত হানেফের ছোট ভাই হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি সাজেদুল ইসলাম ইশা। তিনি আরো জানান, নিহতরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের (লাল পতাকা) সামরিক কমান্ডার হানিফ আলী, তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন হোসেন ও কুষ্টিয়ার ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম রাজু ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা