বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দেশের শেয়ারবাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে তিন খাতে বড় লেনদেন দেখা গেছে। এই তিন খাত ডিএসইর লেনদেনের উল্লেখযোগ্য অংশ দখল করে রেখেছে।
গতকাল বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একই সাথে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৯৬ কোম্পানির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির। গতকাল ডিএসইতে মোট ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এ দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৭৯ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯২২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭০৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ৯ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৯৫৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে।
গতকাল সিএসইতে মোট ২৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৯টি কোম্পানির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত আছে ২৫টির। এ দিন সিএসইতে ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
দরপতনের শীর্ষে খুলনা প্রিন্টিং : গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এই কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে দুই টাকা বা ৮ দশমিক ১৬ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বারাকা পাওয়ার, ডেল্টা স্পিনিং, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, মোজাফফর স্পিনিং, ইভেন্স টেক্সটাইল, ফু-ওয়াং ফুডস এবং বারাকা পতেঙ্গা পাওয়ার।
দরবৃদ্ধির শীর্ষে বসুন্ধরা পেপার : গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। বসুন্ধরা পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় তিন টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। তৃতীয় স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ। তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউসিবি, এস আলম কোল্ড রোল্ড, এডিএন টেলিকম এবং এক্সিম ব্যাংক।
লেনদেনের শীর্ষে গ্রামীণফোন : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। ২১ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়েছে গ্রামীণফোনের। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের লেনদেন হয়েছে ২১ কোটি ২১ লাখ টাকা। ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। এই তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক পিএলসি, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ, এনআরবি ব্যাংক, রংপুর ডেইরি এবং ইলসামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সিএসইর পরিচালক পদে জামাল ইউসুফ জুবেরীর যোগদান : চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জামাল ইউসুফ জুবেরী। গতকাল সিএসইর পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়।
জামাল ইউসুফ জুবেরী একজন বিশিষ্ট পেশাজীবী। তিনি দেশের প্রতিষ্ঠান ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডে (ডেলিভারি হিরো গ্রুপ) ডিরেক্টর (ফিন্যান্স) হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানটির অনলাইন ডেলিভারি কার্যক্রম বৃদ্ধিতে এবং কৌশলগত উৎকর্ষবিষয়ক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে অবদান রেখেছেন।
লেজার জেট প্রিন্টার কিনবে বিএটিবিসি : শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) পরিচালনা পর্ষদ লেজার জেট প্রিন্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ কাজের জন্য কোম্পানিটি ২৪ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে। এই বিনিয়োগ নিজস্ব তহবিল ও ব্যাংক থেকে ঋণ নিয়ে করবে বিএটিবিসি।
তথ্যে দেখা যায়, কোম্পানিটি ঢাকা এবং সাভার কারখানায় ৩৬ এসএমডি প্যাকিং লাইনে লেজার জেট প্রিন্টার স্থাপন করবে, যার জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৯০ লাখ টাকা। যেখানে প্রিন্টারের দাম ধরা হয়েছে ১৪ কোটি ৫৫ লাখ এবং সেটি স্থাপনের জন্য খরচ ধরা হয়েছে ১০ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানিটির অভ্যন্তরীণ উৎস এবং ক্যাশ ফ্লো-ভিত্তিক ব্যাংক অর্থায়ন থেকে এ ব্যয় বহন করা হবে।
অস্ত্র দুই ভাই গ্রেফতার
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ বাবুল শেখ ও বিপুল শেখ নামে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, গত রোববার রাতে লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার হাজতে পাঠানো হয়েছে।
কঙ্কাল চুরি
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলপুর উপজেলার গোয়াডাঙ্গা গ্রামে কবর থেকে গত রোববার রাতে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ইউপি সদস্য গোয়াডাঙ্গা গ্রামের খলিলুর রহমান প্রায় দুই মাস আগে মৃত্যুবরণ করলে পারিবারিক গোরস্থানে তাকে কবর দেয়া হয়। সোমবার সকালে লোকজন কবর খোড়া ও লাশ না থাকার বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, বিষয়টির তদন্ত চলছে।
ছাদ থেকে পড়ে মৃত্যু
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মহাদেবপুরে ছাদ থেকে পরে ছাব্বির দেওয়ান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার আখেরা মোড়সংলগ্ন জব্বার হাজীর মুরগীর ফামের্র পানির ট্যাংকের মুখ খোলার সময় তিনতলার ছাদ থেকে মাটিতে পরে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায় এবং মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ছাব্বির উপজেলার সফাপুর গ্রামের কারি মুজাম্মেল হকের ছেলে। মহাদেবপুর থানার ওসি (তদন্ত) এইচ এম নাজমুল হুদা বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জরিমানা
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর ব্রিজ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামের একজনকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ ভেকু মেশিনের দু’টি ব্যাটারি জব্দ এবং আবীর সাহা নামের আরেক জনকে অবৈধভাবে ট্রাকে আনলোড করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন।
লিফলেট বিতরণ
বরগুনা প্রতিনিধি
সহযোগী সংগঠন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিসের বরগুনার আমতলীতে আগমন উপলক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা হয়েছে। গত সোমবার আমতলী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস। আহ্বায়ক সাইফুল্লাহ নাসিরের সভাপতিত্বে ও আবু নাসের গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম টারজান, মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার মিরা খান প্রমুখ।
দুর্ধর্ষ ডাকাতি
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর হাতিয়ায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। গত সোমবার রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে আমেরিকা প্রবাসী রাসেলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। রাসেল উপজেলায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মানবিক কার্যক্রমে জড়িত আছেন। এ বিষয়ে হাতিয়া থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম জানান, প্রবাসীর ভাই লুট হওয়া স্বর্ণালঙ্কারের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অধ্যক্ষ বহিষ্কার
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
অর্থ লুটপাট, অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে শিক্ষকতার অভিযোগে সুনামগঞ্জের জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিককে বহিষ্কার করা হয়েছে। গত রোববার জেলার ছাতক উপজেলা নিবাহী কর্মকর্তা এবং কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মো: তইসলাম কর্তৃপক্ষের আদেশে তাকে বহিষ্কার করেন। এ বিষয়ে জানতে অধ্যক্ষ মনি শংকর ভৌমিককে ফোন দিলেও তা রিসিভ হয়নি। এ বিষয়ে ইউএনও তইসলাম বথলেন, মনি শংকর ভৌমিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেথকে অব্যাহতি দেয়া হথয়েথছে এবং সিনিয়র শিক্ষক শিব্বির আহমদকে দায়িত্ব দেয়া হয়েছে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আরকেঞ্জেল মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মো: মনির হোসেনের পক্ষ থেকে ও তারিকুল ইসলাম কাফির সার্বিক সহযোগিতায় উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে গত রোববার শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন ডা: মো: সোহেল রানা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা