মুরাদনগরে গোমতীর বালু দিয়ে ভরাট হচ্ছে শত বছরের পুরনো পুকুর
- মো: নাজিম উদ্দিন মুরাদনগর (কুমিল্লা)
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক সংলগ্ন ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর বাজার এলাকায় প্রায় এক একর আয়তনের পুকুর ভরাটের কাজ চলছে। কয়েক শ’ বছরের পুরনো এ পুকুর সকাল থেকে রাত পর্যন্ত গোসল, কাপড় ধোয়া, নিত্য ব্যবহার্য জিনিসপত্র পরিষ্কার, হিন্দুদের প্রতিমা বিসর্জন করা ছাড়াও জলাবদ্ধতা নিরসনের উৎস ছিল। স্থানীয় একটি প্রভাবশালী ভূমি খেকো চক্র কাছাকাছি দূরত্বে থাকা সুবিলাচর এলাকার গোমতী নদীর চরের মাটি কেটে এনে হিন্দু সম্প্রদায়ের মালিকানাধীন পুকুরটির জোর করে ভরাট কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় গত ২৮ জানুয়ারি কুমিল্লা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হলেও অদৃশ্য কারণে নেয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। আর এভাবেই শত বছরের পুরনো পুকুরটি হারিয়ে যাচ্ছে মুরাদনগরের মানচিত্র থেকে।
অভিযোগ সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বোড়ারচর মৌজার দাগ নাম্বার ২৩ ও ২৪-এর প্রায় এক একর পরিমাণের শত বছরের পুরনো পুকুরটি মালিক স্থানীয় হিন্দু সম্প্রদায়ের। সুবিলারচর গ্রামের মৃত চরু মিয়ার ছেলে মজিবুর রহমানের নেতৃত্বে স্থানীয় একটি প্রভাবশালী ভূমি খেকো চক্র প্রভাব খাটিয়ে কয়েকজন মালিকের কাছ থেকে কৌশলে নামমাত্র মূল্য দেখিয়ে পুকুরটির কিছু অংশ ক্রয় করে। কিছু দিন আগে পুকুর পাড়ের বিভিন্ন অনেক পুরনো মেহেগুনি, করাই, ফলদ গাছ কেটে ফেলে এবং বর্তমানে ট্রাক দিয়ে গোমতী নদীর চরের মাটি কেটে এনে সম্পূর্ণ পুকুরটিতে ভারাট কাজ চালাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, স্থানীয় একটি প্রভাবশালী ভূমি খেকো চক্র পুকুরের সব অংশীদারকে না জানিয়ে জোড়পূর্বক পুকুরটি ভরাট করা হচ্ছে। পুকুরটি গোটা অঞ্চলের কয়েক হাজার মানুষের গোসল ও অন্যান্য গৃহস্থলী কাজেও প্রত্যক্ষ সহায়তা দিয়ে আসছে। এ বিষয়ে অভিযুক্ত মজিবুর রহমান বলেন, পুকুরটি আমি ভরাট করছি না। পুকুর পারে গাছ লাগানোর জন্য মাটি ফেলানো হচ্ছে। কন্টাকদার গোমতী নদী থেকে মাটি কেটে আমার ইট ভাটায় ও পুকুরে মাটি দিয়ে থাকে। এতে আমার কী করার আছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, বিষয়টি আমার জানা নেই। ডিসি অফিসের চিঠির সাপেক্ষে বিষয়টি আমি দেখব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা