আমার মতো এত দণ্ড আর কাউকে দেয়া হয়নি : লুৎফুজ্জামান বাবর
- নেত্রকোনা প্রতিনিধি
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কারা নির্যাতিত লুৎফুজ্জামান বাবর বলেছেন ‘একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন ও ফাঁসির রায় দিয়ে কারাভ্যন্তরে আমার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে তা কখনো ভুলে যাওয়ার নয়। যে সন্তানদের শিশু অবস্থায় রেখে গিয়েছিলাম সাড়ে ১৭ বছর পর তারা টগবগে যুবকে পরিণত হয়েছে। অন্যায় দণ্ড দিয়ে আমার সন্তানদের পিতৃস্নেহ থেকে বঞ্চিত করা হয়েছে। আমার মতো এত দণ্ড কাউকে দেয়া হয়নি।
সাড়ে ১৭ বছর পর নিজ এলাকার মাটিতে পা দিয়ে গতকাল রোববার নেত্রকোনা ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপি আয়োজিত গণ-সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক ডা: মো: আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএসএম মনিরুজ্জামান দুদু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, নূরুজ্জামান নূরু, মজিবুর রহমান খান প্রমুখ।
লুৎফুজ্জামান বাবর বলেন আমার দলের নেত্রীর জন্য, দলের জন্য ও আমার নেত্রকোনাবাসীর জন্য নিজেকে উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত রয়েছি। তিনি বলেন এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কোনো অবস্থাতেই ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে না। ভবিষ্যতে যদি সুযোগ পাই দেশের স্বার্থ ও সার্বভৌম রক্ষার জন্য কখনো কুণ্ঠিত হব না। অতীতে যেমন আপনাদের সুখ-দুঃখের সাথি ছিলাম তেমনি ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা