জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা রাজা হবো না, সেবক হবো : রফিকুল ইসলাম খান
- সাতক্ষীরা প্রতিনিধি
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন ‘জামায়াতকে মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা রাজা হবো না, সেবক হবো।’ তিনি বলেন গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের মনের কথা বলতে পারেনি। বিরোধী দলের তিনজনকে একসাথে কথা বলতে দেখলে পুলিশ তাদের ধরে নিয়ে সন্ত্রাসবিরোধী মামলা দেয়া হতো। সারা দেশে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করা হয়েছিল। বাংলার মাটিতে আর ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না। গতকাল রোববার বিকাল ৩টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্যাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, সাবেক এমপি কাজী নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সনাতন ধর্মাবলম্বী সন্দীপ কুমার মন্ডল প্রমুখ।
রফিকুল ইসলাম খান বলেন ২০০৮ সালে ষড়যন্ত্রের নির্বাচনে শেখ হাসিনার সরকার গঠন করে মতিউর রহমান নিজামীসহ জামায়াত নেতাদের নামে মিথ্যে মামলা দিয়ে; ১১ জন নেতার কাউকে ফাঁসি দিয়ে, কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে। তারা জামায়াতের নেতাকর্মীকে হত্যা করে দেশ থেকে জামায়েত ইসলামীকে নির্মূল করতে চেয়েছিল। জামায়েত নেতাদের বিরুদ্ধে যারা মিথ্যে মামলা, সাক্ষী ও বিচার করেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
তিনি অন্তর্বর্তী সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেন অবিলম্বে এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। এ দাবি শুধু জামায়াতের নয় বাংলাদেশের মুক্তিকামী ১৮ কোটি মানুষের দাবি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।
রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী বর্তমান বাংলাদেশে সুশৃঙ্খল ও সুগঠিত রাজনৈতিক শক্তি-আস্থার প্রতীক হিসেবে দাঁড়িয়ে গেছে। জামায়াতকে মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা রাজা হবো না দেশের মানুষের সেবক হবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা