যুবদল-যুবলীগ সংঘর্ষে আহত ১০
- সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ফেনীর সোনাগাজীতে মাটি কাটা ও বিক্রি নিয়ে যুবদল নেতার সাথে যুবলীগ নেতার সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল শনিবার বিকেল ৩টায় সদর ইউনিয়নের চর খোন্দকার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চর খোন্দকারে এস্কেভেটর ভাড়া দেয়ার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য নুর করিম সোহাগের সাথে ওই গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে ও চরচান্দিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সাইফুল ইসলাম সুজনের মাটি কাটা ও বিক্রি নিয়ে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে টাকা নিয়ে উভয়ের সাথে বনিবনা না হলে সংঘর্ষ বাধে। এ সময় সোহাগ, সালমা খাতুন, হোসেন আহম্মদ ও বাবুল, প্রতিবেশী নূর নবী, মাইন উদ্দিন, ইমন, জসিম উদ্দিন, শিপন এবং সোহাগসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
সোনাগাজী থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা