দৌলতপুর শোলগাতিয়া সড়ক যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ চরমে
- আনোয়ার হোসেন আকুঞ্জী ডুমুরিয়া (খুলনা)
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
খুলনার দৌলতপুর-শোলগাতিয়া ভায়া শাহপুর সড়কের পিচ, খোয়া উঠে ছোট বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া ফুলতলা-শাহপুর এবং ডুমুরিয়া-থুকড়া গফ্ফার সড়কটির দশাও বেহাল। যে কারণে প্রতিনিয়ত ছোট খাটো দুর্ঘটনা ঘটেই চলছে। চরম দুর্ভোগে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।
খুলনার দৌলতপুর-চুকনগর মূল সড়কটি নব্বইর দশকে পাকাকরণ করা হয়। পরে সড়কটি দফায় দফায় সংস্কার করলেও শলুয়া থেকে শোলগাতিয়া পর্যন্ত অংশ খানাখন্দে ভরে গেছে। সড়কের পিচ ও ইটের খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুলনা এবং সাতক্ষীরা যাওয়া আসার সময়ে যাত্রী ও পথচারীদের আতঙ্কের মধ্যে চলতে হয়।
শাহপুর ও চুকনগর বাণিজ্যিক উপশহর হিসেবে পরিচিত। দিন রাতে এ সড়ক দিয়ে ভারী ও হালকা যানবাহন চলাচল করে। খুলনা সাতক্ষীরা ও যশোরের সংযোগ সড়ক এটি। সড়কটি অত্যন্ত ব্যস্ততম। স্কুল, কলেজ, মাদরাসা, ব্যাংক, এনজিও, বীমা, মাছের আড়ত, গরুর হাটসহ ব্যবসায়িক কাজে দিন রাত মানুষের চলাচল করতে হয়। ডুমুরিয়া-থুকড়া গফ্ফার সড়ক, ফুলতল-শাহপুর সড়ক, খর্ণিয়া-শোলগাতিয়া সড়ক, বরুনা-শোলগাতিয়া সড়ক এবং কেশবপুরের বিভিন্ন সড়কের লোকজন এসে মিলিত হয় দৌলতপুর-চুকনগর সড়কে। ফলে সার্বক্ষণিক ব্যস্ত থাকে সড়কটি।
শাহপুর বাজারের কাপড় ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা বলেন, সম্প্রতিক শাহপুর থেকে জামিরা পর্যন্ত যানবাহনে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পিচ ও খোয়া উঠে গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলতে পারছে না। অতিরিক্ত ঝাঁকুনির কারণে গাড়ির কল-কলকব্জা খুলে যায়।
খুলনা জেলা বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন, গফ্ফার সড়কটি সম্প্রতি বৃষ্টির কারণে পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশিষ্ট সমাজসেবক শাহজাহান জমাদ্দার ব্যক্তিগত উদ্যোগে সংস্কারে এগিয়ে আসেন। গর্তের মধ্যে ইট বিছিয়ে কিছুটা উপযোগী করা হয়েছিল। ঐ সময়ে আমি সংস্কার কাজের উদ্বোধন করেছিলাম। তবে সরকারিভাবে বরাদ্দ দিয়ে সংস্কার না করলে স্থায়ী সমাধান হবে না।
শাহপুর ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ দীনবন্ধু বালা, সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ জীবন কুমার কর্মকার এবং বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, খুলনার দৌলতপুর-শোলগাতিয়া ভায়া শাহপুর সড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জনদুর্ভোগ থেকে রেহাই পেতে সড়কটি দ্রুত সংস্কার প্রয়োজন।
৩নং রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জি এম আমান উল্লাহ বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা কাটাতে দ্রুত সংস্কার প্রয়োজন। প্রতি বৃহস্পতিবার শাহপুর ও খর্ণিয়ায় গরুর হাট বসার কারণে যানবাহন চলাচল বেড়ে যায়, যে কারণে দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায়।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌলী মো: তানিমুল হক বলেন, সদ্য যোগদান করেছি। আশা করি দেখে শুনে সংস্কারের উদ্যোগ গ্রহণ করব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা