কিশোরগঞ্জে আনোয়ার সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কিশোরগঞ্জে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান আনোয়ার সিমেন্ট লিমিটেডের জেলার এক্সক্লুসিভ পরিবেশক মেসার্স রেনু ট্রেডার্সের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শহরতলীর নেহাল গ্রিন পার্কে এই হালখাতা অনুষ্ঠিত হয়।
মেসার্স রেনু ট্রেডার্সের মালিক আল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ফোরকান এন হোসাইন। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার ইস্পাত লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার কামরুল হায়দার, আনোয়ার সিমেন্ট লিমিটেডের সিইও (ফ্যাক্টরি) মো: আনিসুজ্জামান, আনোয়ার সিমেন্ট লিমিটেডের ন্যাশনাল বিজনেস সেলস হেড নাসিম আহমেদ এবং এজিএম মো: আলামিন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের সেরা ১০ জন ডিলার ও উপজেলা পর্যায়ের সেরা ২৬ জন রিটেইলারকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া সব বিক্রেতাকে আনোয়ার গ্রুপের পক্ষ থেকে একটি করে শুভেচ্ছা উপহার দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা