২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

এসেন্সিয়াল ড্রাগস এখনো আওয়ামী সিন্ডিকেটের কব্জায়

-


বগুড়ায় সরকারের ওষুধ প্রস্তুতকারক একমাত্র প্রতিষ্ঠান ্এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উচ্চপদস্থ আওয়ামী দোসররা এখনো বহাল তবিয়তে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকারের ছয় মাস পেরিয়ে গেলেও এই প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসানুল কবির জগলুকে ছাড়া আর কাউকেই সরানো হয়নি। বর্তমানে এমডি হিসেবে কর্মরত আছেন আব্দুস সামাদ মৃধা।
সাবেক ফ্যাসিস্ট সরকারের বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে পরিচিত ঢাকাস্থ প্রধান কার্যালয়ে কর্মরত জিএম অ্যাডমিন অ্যান্ড এইচআরএম মনিরুল ইসলাম, ভাণ্ডার ব্যবস্থাপক আলী আকবর ও অ্যাডমিন অ্যান্ড এইচআরএম উপব্যবস্থাপক তিন্নিকা বড়ুয়াসহ উচ্চপদস্থ বিভিন্ন প্লান্টের কর্মকর্তারা সেখানে বসেই বিএনপি সমর্থক কর্মকর্তা-কর্মচারীদের বদলিসহ নানাভাবে হয়রানি করছেন বলে অভিযোগ উঠছে।

নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এসেন্সিয়াল ড্রাগস কোম্পানির বগুড়া প্লান্টের একাধিক কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর অনেক চেষ্টা করে ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত ব্যবস্থাপনা পরিচালক ডা: এহসানুল কবির জগলুকে সেখান থেকে বদলি করা হয়। তিনি বদলির আগে অনেক কর্মকর্তাকে উচ্চপদে চলতি দায়িত্ব দিয়ে পদায়ন করে চলে যান, যারা এখনো সেই পদে বহাল তবিয়তে রয়েছেন। তাদের সিন্ডিকেটেই এখন কোম্পানি চলছে।
বর্তমান এমডি আব্দুস সামাদ আওয়ামী দোসরদের পরামর্শে কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছেন এবং বিভিন্নভাবে সুযোগ-সুবিধা লুটে নিয়েছেন তাদেরকেই পছন্দমতো জায়গায় বদলি করা হয়েছে।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দুটি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা বর্তমানে পলাতক রয়েছেন। কিন্তু কর্মস্থলে তারা অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ ছাড়া আওয়ামী লীগ আমলে যারা সুবিধা বঞ্চিত ছিলেন, তারা এখনো সেই আগের মতোই সুবিধা বঞ্চিতই রয়ে গেছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী শ্রমিক-কর্মচারীরা বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। তারা অবিলম্বে আওয়ামী দোসরদের অপসারণের দাবি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সকল