২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

রাজশাহীতে দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ১৫

-

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ফেরদৌসী বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত ফেরদৌসী তিয়াড়কুড়ি গ্রামের জব্বারের স্ত্রী। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রুজুফা (৩২), মামুনুর রশিদ (৩৫), আবুল কালাম (৪৮), শাকিব (১৮), জায়েদা (৪০), জাহানারা (৪৫), শাহিনুর রহমান (৪০), সাইদুল রহমান (৩৫), সাইনুল (৪৫), রাজিয়া (৫০)। এদের মধ্যে সাইদুর (৩৫), জিন্নাত আলী (৫০), জব্বার (৫৫), জেসমিন (৩৫) ও আলমের (৪৮) অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের বিএনপির কর্মী মামুনুর রশিদের সাথে একই গ্রামের দেলুয়াবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম ওরফে রেন্টুর সাথে বিএনপি কর্মী মামুনুর রশিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মামুন ও চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রিয়াজুল ও মামুনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাবেক চেয়ারম্যান রিয়াজুলের পক্ষের জব্বারের স্ত্রী ফেরদৌসী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজিম উদ্দিন বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি মো: দুরুল হোদা বলেন, নিহত ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 


আরো সংবাদ



premium cement
সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান কোনো চাপ বা কারো নির্দেশনায় কাজ করবে না নির্বাচন কমিশন : ইসি ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬ পবিপ্রবিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ দাউদকান্দিতে স্কুলশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সকল