ইবির আল কুরআন বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী
- ইবি সংবাদদাতা
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৬
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামন থেকে র্যালি বের করে প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা।
ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা: শেখ মহিউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে অনেকেই চোখ হারিয়ে অন্ধ হয়েছে, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছে। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আল-কুরআন বিভাগ প্রথমবারের মতো আজকে মুক্তভাবে এ অনুষ্ঠান করতে পেরেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা