ধুনটে শক্রতার জেরে পেঁপে গাছ কেটে সাবাড়
- ধুনট (বগুড়া) সংবাদদাতা
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৫
ধুনটে পূর্ব শক্রতার জেরে আবদুল মান্নান নামের এক কৃষকের পেঁপে বাগানের গাছগুলো কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি মধ্যপাডা গ্রামে।
আবদুল মান্নান জানান, এলাঙ্গী মৌজার ৭৩ শতক জমিতে দীর্ঘদিন ধরে পেঁপে চাষ করে আসছেন তিনি। গতকাল শনিবার সকালে পূর্ব শক্রতার জের ধরে তার প্রতিপক্ষ মোখলেছুর রহমান, মঞ্জ প্রাং, শাহিদার সরকার, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, দুলাল, রুবেলসহ তাদের সহযোগীরা পেঁপে বাগানে গিয়ে তার চাষ করা জমির পেঁপে গাছগুলো কেটে ফেলেছে। এতে কমপক্ষে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে তার। এ ঘটনায় আবদুল মান্নান প্রতিপক্ষ মঞ্জু প্রাংসহ ১০ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে মঞ্জু প্রাংয়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, আবদুর মান্নানের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা