২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

জাজিরায় বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

-

জাজিরায় আবাদকৃত ফসল বিভিন্ন বন্যপ্রাণীর হাত থেকে রক্ষায় নিজেদের পাতা বৈদ্যুতিক ফাঁদের তার জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। নিহতরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার বালিয়া কান্দি গ্রামের ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।
পদ্মা সেতু দক্ষিণ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বালিয়াকান্দি গ্রামের ইদ্রিস খাঁ তার ভুট্টা ক্ষেতে সজারুসহ বিভিন্ন বন্যপ্রাণীর হাত থেকে বাঁচানোর জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন। শনিবার সকালে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ইদ্রিস খাঁ ও তার স্ত্রী শেফালী বেগম একসাথে ভুট্টা ক্ষেতে গেলে ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্ত্রী শেফালী বাঁচানোর জন্য তাকে স্পর্শ করলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনই ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন বলেন, স্বামী-স্ত্রীর লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 


আরো সংবাদ



premium cement