ভবন পরিত্যক্ত ঘোষণা, খোলা আকাশের নিচে পাঠদান
- রনী আহম্মেদ কোটালীপাড়া (গোপালগঞ্জ )
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরতলা গ্রামের ১৫১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার পর থেকে স্কুলের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। এ কারণে যথেষ্ট শিক্ষার্থী থাকা সত্ত্বেও বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা খুবই কম।গত ১৫ ফেব্রুয়ারি শনিবার সরেজমিন দেখা যায়, ১৫১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে ১৯৯৪ সালে পুনর্নির্মাণের কথা থাকলেও আজ পর্যন্ত ভবনের উন্নয়নকল্পে কোন কাজ হয়নি। ২০১৪ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক মনিকা রতœ বলেন, বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান পাচ্ছি না।
প্রধান শিক্ষক আরো বলেন, গত বছর স্কুলের পুরনো ভবনটি ভেঙে ফেলার জন্য লোকেশন চাবি নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনো অদৃশ্য কারণে ভবনটি ভেঙে ফেলা হয়নি, ভবনের চাবিটাও ফেরত দেয়া হয়নি। স্কুলের অবস্থা এতটাই খারাপ যে বৃষ্টি এলে ফ্লোর পানিতে ডুবে যায়। ভবনের ছাদ যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।
প্রধান শিক্ষক বলেন, গত বছরের উন্নয়ন বাজেটের টাকা দিয়ে আমরা একটি টিনশেড ঘর নির্মাণ করে তাতে স্কুল লাইব্রেরি ও একটি ক্লাসরুম বানানো হয়। সেই রুমে সব শিক্ষার্থীর জায়গা সঙ্কুলান না হওয়ায় স্কুল মাঠে বেঞ্চ পেতে সেখানে ক্লাস নেয়ার ব্যবস্থা করতে হয়েছে। আমাদের প্রত্যাশা যথাযথ কর্তৃপক্ষ আমাদের স্কুলের বিষয়টি অতীব গুরুত্বের সাথে বিবেচনা করে একটি নতুন ভবন নির্মান করে শিশুদের পাঠদানের পরিবেশ তৈরি করে দেবেন।
অনেক অভিভাবক তাদের সন্তানদের এ স্কুলে পাঠাতে ভয় পান। অনেকে স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে নিয়ে তাদের সন্তানদের ভর্তি করিয়েছেন।
এ বিষয়ে কোটালীপাড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন সাহেবের সাথে অফিসে গিয়ে না পেয়ে তার মোবাইল নম্বরে ফোন দিই। কিন্তু ফোনেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা