নোয়াখালীর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেকে
- মুহাম্মদ হানিফ ভূঁইয়া নোয়াখালী অফিস
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
তিন এতিম সন্তান নিয়ে নোয়াখালীর বিধবা নারী আসমা এখন যাবেন কোথায় ? মাথা গোঁজার ঠাঁই নেই তার। সম্প্রতি এ শিরোনামে নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর এতিম পরিবারকে সাহায্যে এগিয়ে এসেছেন গুণীজনরা। গত শুক্রবার ঘরের কাজের উদ্বোধন করা হয়।
প্রকাশিত সংবাদটি ঢাকা ধানমন্ডির বিশিষ্ট ব্যবসায়ী তাজ ট্রের্ডাসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম স্বপন, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের বিভাগীয় ত্রাণ,পুনর্বাসন সমাজকল্যাণ সম্পাদক ও গাজীপুর টঙ্গী শাখার সভাপতি রুহুল আমিনসহ অনেকের দৃষ্টিতে পড়েন। পরে তারা সাইডে ওয়াল, ওপরে টিন ও ভিটি পাকা করে ঘর তৈরির উদ্যোগ নেন। এ উদ্যোগের অংশ হিসেবে গত শুক্রবার ব্যবসায়ী নজরুল ইসলাম স্বপনের পক্ষে আলহাজ হাবিবুর রহমান ঘরের কাজের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের নেতা রুহুল আমিন, এ প্রতিবেদক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছনগাঁও গ্রামের কবিরাজ বাড়ির গোলাম রহমানের ছেলে রঙমিস্ত্রি সাহাব উদ্দিনের সাথে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বাসিন্দা হানিফের মেয়ে আসমা আক্তারের (৩৫) বিয়ে হয় ২০০৪ সালে। তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন গাজীপুরের টঙ্গীতে। এরই মধ্যে সাহাব উদ্দিন একমাত্র সম্বল বাড়িতে থাকা ঘর-ভিটি বিক্রি করে সাত লাখ টাকা এক প্রতারককে দেয়। ২০২২ সালের ২ অক্টোবর সাহাব উদ্দিন স্ট্রোক করে মারা যান। সাহাব উদ্দিনের তিন সন্তানের মধ্যে প্রথম সন্তান নাছির উদ্দিন টঙ্গী ধূমকেতু উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করে। আর দ্বিতীয় ছেলে ওসমান একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। অর্থের অভাবে বন্ধ হয়ে যায় তার লেখাপড়া। সাহাবের মৃত্যুর পর বাসা ছেড়ে দেন আসমা। অবশেষে তার বাপের বাড়ির ভাইয়ের ঘরে তিন সন্তান নিয়ে আশ্রয় নেন আসমা। অর্থের অভাবে নাছিরকে কলেজে ভর্তি করা যাচ্ছিল না। পরে এলাকাবাসীর সহযোগিতায় চৌমুহনী এসএ সরকারি কলেজে ভর্তি করা হয়।
আসমা জানান, তার বাবার ওয়ারিশ সূত্রে তিন শতাংশ জায়গা পান তিনি। নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর সাহায্যদাতারা বিকাশ নম্বরে কিছু টাকা পাঠায়। সে টাকা দিয়ে ওই তিন শতাংশ ভূমি ভরাট করে ঘরভিটা তৈরি করে। বর্তমানে ঘর হলেও ঘরের আসবাবপত্র সন্তানদের লেখাপড়ার খরচ প্রয়োজন। আসমা ও কোমলমতি তিন সন্তান তাকিয়ে আছে দেশের হৃদয়বান ব্যক্তিদের দিকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা