২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে বের হয় আনন্দ র‌্যালি : নয়া দিগন্ত -

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদথযাপিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫। ২০১১ সালের এই দিনে প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণবঙ্গের বাতিঘর খ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি। এ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। গতকাল সকাল সাড়ে ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শুচিতা শরমিন বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫-এর শুভ উদ্বোধন করেন।
উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিসি প্রফেসর শুচিতা শরমিন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সর্বাতাক সহযোগিতা কামনা করেন। উদ্বোধন শেষে ভিসির নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ রথ্যালিতে অংশ নেন প্রোভিসি প্রফেসর ড. গোলাম রব্বানী, ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।
র্যা লিটি বিশ্ববিদ্যালয়সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিকেল ৪টায় মুক্তমঞ্চে ববির কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।


আরো সংবাদ



premium cement