আমাদের বিরুদ্ধে বৈষম্য-জুলুম এখনো শেষ হয়নি : মাসুদ সাঈদী
- নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ হাসিনামুক্ত হলেও আমরা এখনো বৈষম্যমুক্ত হতে পারিনি। গত ছয় মাসে অনেক রাজনৈতিক নেতা ও ফাঁসির আসামি মুক্তি পেলেও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তি মেলেনি। আমাদের বিরুদ্ধে বৈষম্য-জুলুম এখনো শেষ হয়নি।
তিনি গত শুক্রবার বিকেলে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কুমারখালী বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসমাবেশে এস এম শামসুল হকের সভাপতিত্বে ও জামায়াতের উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু দাউদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা জামায়েতের আমির মাওলানা আবদুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান, পিরোজপুর সদর থানা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, নাজিরপুর সদর ইউনিয়ন জামায়েতের সভাপতি মাস্টার আবুল হোসাইন, নাজিরপুর শহীদ জিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা