২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

‘আইসো বাহে চর বাছাই’ স্লোগানে মুখর কুড়িগ্রামের চরাঞ্চল

-

চরাঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডপে এক মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চর উন্নয়ন কমিটি, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, আহ্বায়ক, চর উন্নয়ন কমিটি, কুড়িগ্রাম জেলা। তিনি তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘ দিন ধরে অবহেলিত চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগ বাড়ানো জরুরি। চর এলাকার উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে একটি আলাদা মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তা রয়েছে।’ তিনি আরো বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তা-ঘাট, কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ ছাড়া, বন্যা ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
এ ছাড়াও বক্তব্য দেন সাবেক নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা।
চর উন্নয়ন কমিটির ফুলবাড়ী উপজেলা শাখা আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ডা: শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, চরাঞ্চলের বাসিন্দা আমেনা বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement