২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

সাদুল্লাপুরে পুকুরে বিলীন গ্রামীণ রাস্তা

-

এক যুগ আগে নির্মিত হেরিং বন বন্ড গ্রামীণ রাস্তাটি পুকুরে বিলীন হচ্ছে। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন শতাধিক পরিবারের মানুষ। চলাচলে যেন দুর্ভোগের অন্ত নেই তাদের। সম্প্রতি গাইবান্ধা-সাদুল্লাপুর ডিসি রাস্তার সংযোগ জামালপুর ইউনিয়নস্থ নলডাঙ্গা মোড় থেকে দক্ষিণ পাশে তরফ বাজিত পূর্বপাড়া জামে মসজিদের দিকে বয়ে যাওয়া এ রাস্তায় দেখা গেছে ভয়াবহ দৃশ্য। হালকা যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।
এলাকাবাসী বলছেন, তরফ বাজিত পূর্বপাড়ার রেজা চেয়ারম্যানের বাড়িসংলগ্ন গ্রামীণ এ রাস্তা ঘেঁষে বিশালাকৃতির একটি পুকুর। আর এ পুকুরে রাস্তাটি ভেঙে যাচ্ছে। ধীরে ধীরে অনেকাংশ সঙ্কোচিত হয়েছে। উঠে যাচ্ছে রাস্তার ইটগুলোও। ইতোমধ্যে ভাঙাস্থানে থাকা একটি পরিবারের পাকাঘরে ফাটলও দেখা দিয়েছে। তবুও এ জরাজীর্ণ রাস্তা দিয়ে শিক্ষার্থীসহ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কয়েক বছর ধরে জনদুর্ভোগে পড়া রাস্তাটি এখন পর্যন্ত মেরামতের উদ্যোগ নেয়া হয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, তরফ বাজিত ডিসি রাস্তার নলডাঙ্গা মোড় থেকে দক্ষিণে গণি মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার রাস্তাটি হেরিং বন বন্ড প্রকল্পে কাজ করেছে। ইতোমধ্যে ইট উঠে নড়বড়ে হওয়াসহ পুকুরে ভেঙে গেছে রাস্তাটি। জরুরিভাবে পুনঃনির্মাণ না করা হলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানীর ঘটনা।
শফিজল ইসলাম নামের এক ভুক্তভোগী বলেন, পুকুরে রাস্তা ধসে যাওয়ার কারণে আমার পাকা ঘরে ফাটল ধরেছে। রাস্তাটি মেরামতের জন্য প্রশাসনসহ ইউপি চেয়ারম্যানকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কর্ণপাত করেনি কেউ।
এ বিষয়ে জামালপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ জানান, ওইস্থানে রাস্তা ভেঙে পুকুরে যাচ্ছে সেটি অবগত আছেন। সুযোগ পেলে প্রকল্পের মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন তিনি।


আরো সংবাদ



premium cement