২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

শোক ও শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

-


যথাযোগ্য মর্যাদায় গতকাল শুক্রবার সারাদেশে পালিত হয়েছে অমর একুশে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে প্রভাত ফেরি, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন আয়োজন করা হয়।
খুলনা ব্যুরো জানান, খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়। প্রথম প্রহরে শহীদ মিানারে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর, মহানগর ও জেলা বিএনপি, খুলনা সিটি করপোরেশন, খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, খুলনা রেঞ্জ ডিআইজি, খুলনা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
রাজশাহী ব্যুরো জানায়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গতকাল রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে ছিল রাজশাহী কলেজ শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরি।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘একুশের চেতনা’ শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
বগুড়া অফিস জানায়, একুশের প্রথম প্রহরে শহীদ খোকন পৌর শিশু উদ্যানে রাত বারোটা এক মিনিটে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা ফুল দিয়ে সর্বপ্রথম শ্রদ্ধা জানান নবনির্মিত শহীদ মিনারে। এরপর জেলা পুলিশ, বগুড়া পৌরসভা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সরকারি দফতর এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একে একে শ্রদ্ধা জানান। শুক্রবার সকালে জেলা বিএনপি, বগুড়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়াসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে জেলা বিএনপির আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রমুখ। এ দিকে বিকেলে জামায়াতের বগুড়া শহর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সেক্রেটারি আব্দুল মালেক।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মতিউল ইসলাম সাদি, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ প্রমুখ। বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা প্রতিনিধি জানান, জেলা প্রশাসক মো: শফিউল আলম ও পুলিশ সুপার ইব্রাহীম খলিল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এ ছাড়াও জেলার বামনা, পাথরঘাটা, বেতাগী, আমতলী ও তালতলীতে এ দিবস পালন করা হয়। বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার নিকহাত আরার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি মো: মাইনুল ইসলাম, বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের একটি প্রভাতফেরি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা শহরের সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রশাসন ও সর্বস্তরের জনতা। রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এর পর পরই পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া ভাষাশহীদদের স্মরণে প্রথম প্রহরেই শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধারা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এ ছাড়া জেলার চার উপজেলার ইউএনওরা উপজেলা প্রশাসনের পক্ষে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, শহরের সরকারি গুরুদয়াল কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণের সূচনা করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এরপর জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম-সেবা) শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বিকেলে জামায়াতের উদ্যোগে শহরের নগুয়া এলাকার দলীয় কার্যালয়ে ভাষাশহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলা প্রশাসন ভাষাশহীদদের স্মরণে সাত দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করেছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে শুক্রবার বিকেলে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

পাবিপ্রবি প্রতিনিধি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেস ক্ল¬াব। গতকাল সকাল সাড়ে ৭টায় পাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- পাবিপ্রবি প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর, ড. মো: রাশেদুল হক, মোহাম্মদ গালিব হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল প্রমুখ।

ববি প্রতিনিধি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে প্রভাতফেরি সহকারে বিশ্ববিদ্যালয় পরিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। এরপর পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন বিভাগ, হল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এ দিকে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শুচিতা শরমিন।
নেত্রকোনা প্রতিনিধি জানান, যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গতকাল রাত ১২টা ১ মিনিটে নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। প্রথমে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এবারই প্রথম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

নোবিপ্রবি প্রতিনিধি জানান, রাত ১২টা ১ মিনিটে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের উপস্থিতিতে নোবিপ্রবি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও কালো ব্যাজ ধারণ করা হয়। সকালে জাতীয়সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন- নোবিপ্রবির প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।
প্রভোস্ট ড. আবিদুর রহমানের সভাপতিত্বে হল লাইব্রেরির উদ্বোধন ও সংক্ষিপ্ত বক্তৃতা করেন ভিসি।


আরো সংবাদ



premium cement
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারো উৎপাদন শুরু পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পোশাককারখানার আগুন নিয়ন্ত্রণে ট্রাম্পের অনুষ্ঠানে প্রবেশে বাধা দেয়ায় হোয়াইট হাউসের বিরুদ্ধে এপির মামলা মেলায় সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ৩ বই ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু

সকল