২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

এ টি এম আজহারের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি : রফিকুল ইসলাম খান

-

অবিলম্বে এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে নইলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, একে একে সব রাজনৈতিক নেতৃবৃন্দের নামে যে মিথ্যা মামলা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা থেকে আসামিদের খালাস দেয়া হয়েছে কিন্তু ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার তৎকালীন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নিরপরাধ এ টি এম আজহারুল ইসলামকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেয়া হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকার যদি এ টি এম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দেয় তাহলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।
শুক্রবার বিকেলে উল্লাপাড়া কামিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম মানুষের ক্রয়সীমার ঊর্ধ্বে, ফ্যাসিস্ট আমলের সিন্ডিকেট অন্তর্বর্তীকালীন সরকার ভাঙতে ব্যর্থ হচ্ছে। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে ফেলুন, দ্রব্যমূল্যের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করুন। জুলাই বিপ্লবের শহীদ পরিবারদেরকে মূল্যায়ন করুন। উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি এস এম আলামিন হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহ্জাহান আলী, সেক্রেটারি খাইরুল ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুল করিম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement

সকল