সীতাকুণ্ডে হত্যা করে সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার
- সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামের সীতাকুণ্ডে হত্যা করে সমুদ্রে ফেলে দেয়া এক জেলের লাশ উদ্ধার করেছে কুমিরা নৌপুলিশ। গতকাল শুক্রবার উপজেলার গুলিয়াখালী সমুদ্র উপকূল থেকে নিহত এ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জেলের নাম রাম জলদাশ (৩৩)। বাড়বকুণ্ডের মাহমুদাবাদ জেলে পল্লীতে তার বাড়ি। বাড়বকুণ্ড এলাকায় সমুদ্র উপকূলে অবৈধভাবে বালু তুলতে বাধা দেয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালী উদ্দিন আকবর বলেন, জোয়ারের পানিতে গুলিয়াখালী সমুদ্রসৈকতে রাম জলদাশের লাশ ভেসে আসে। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট ভাই লিটন জলদাশকে নিয়ে সাগরে মাছ ধরতে যান রাম জলদাশ। এ সময় তাদের জালের খুব কাছ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তুলে বালুবাহী নৌযানে ভর্তি করছিলেন কয়েকজন ব্যক্তি। নৌযানের প্রপেলারে জেলেদের একটি জাল পেঁচিয়ে যায়। জালটি কাটার সময় প্রতিবাদ করেন রাম জলদাশ। এ সময়ে বালু তোলায় নিয়োজিত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে রাম জলদাশের মাথায় আঘাত করেন। পরে পিটিয়ে তাকে সাগরের পানিতে ফেলে দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা