১০ ইটভাটাকে ৩৮ লাখ টাকা জরিমানা
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ১০টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩৮ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার পরিবেশ অধিদফতর ঢাকা জেলা ও সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান উল ইসলাম।
এ সময় মা স্টার ব্রিকসকে ৫ লাখ টাকা, মা ব্রিকসকে ৫ লাখ টাকা, পিওর ব্রিকসকে ৫ লাখ টাকা, জয় বাংলা ব্রিকসকে ৫ লাখ টাকা, মোহাম্মদ আলী ব্রিকসকে ৩ লাখ টাকা, আইএনসি ব্রিকসকে ৩ লাখ টাকা, আরএসবি ব্রিকসকে ৩ লাখ টাকা, জেএনবি ব্রিকসকে ৩ লাখ টাকা, এটিসি-১ কে ৩ লাখ ও এটিসি-২ কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মা স্টার ব্রিকস, জেএনবি ব্রিকস, এটিসি-১ ও এটিসি-২ ব্রিকসের চিমনি আংশিক ভেঙে চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা