মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ
- আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বগুড়ার আদমদীঘিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষা কার্যক্রমে তদারকি ও দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার অগ্রগতি কমেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন তৌফিক আজিজ। কাজের সুবাদে ওই সময়ের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু এবং তার সহধর্মিণী আইপিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জু আরা বেগমের সাথে পরিচিত হন। একসময় তাদের ছত্রছায়ায় বিভিন্ন নিয়মবহির্ভূত কার্যক্রম শুরু করেন তিনি।
এ দিকে তার দায়িত্বকর্মে রয়েছে চরম অবহেলা। নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও মনিটরিংয়ের কথা থাকলেও তিনি তা নিয়মিত ও যথানিয়মে করেন না।
দিনের পর দিন ছাতিয়ানগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষকরা প্রাইভেট পড়ালেও তিনি কোনো বাধা দিতেন না। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে দায়িত্বরতদের সাথে তার সমন্বয়হীনতার অভাব রয়েছে। অফিসও করতেন অনিয়মিত।
সম্প্রতি আইপিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু আরা বেগম আওয়ামী সরকারের পতনের পর দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ না নেয়ায় সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে তৌফিক আজিজ জানান, অভিযোগগুলো ভিত্তিহীন। আমার বিরুদ্ধে মিথ্যা ও বদনাম ছড়ানো হচ্ছে।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, এ ব্যাপারে এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা