মুন্সীগঞ্জে ট্রলারে নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩
- মুন্সীগঞ্জ প্রতিনিধি ও লৌহজং সংবাদদাতা
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পুরাতন মাওয়া ফেরি ঘাট থেকে শ্বশুড়বাড়ি যাওয়ার উদ্দেশে ট্রলারে উঠে গণধর্ষণের স্বীকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। আসামিরা হলো- মো: জামাল মোল্লা (২৩), ইয়ামিন মুন্সী (১৯) ও জব্বার শেখ (১৮)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়।
আদালতে ধর্ষণের অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন তিন আসামি। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদ ও আদালতে দেয়া জবানবন্দীতে আসামিরা জানান, ভুক্তভোগী গৃহবধূ পুরাতন মাওয়া ফেরিঘাট থেকে তার স্বামীর বাড়ি যাওয়ার জন্য ঘাটে নৌকার জন্য অপেক্ষা করাকালে অভিযুক্ত আবু বকর সিদ্দিক ও জামাল মোল্লা ভিকটিমকে পৌঁছে দেয়ার কথা বলে ট্রলারে উঠায়। পথে অপর দুই অভিযুক্ত ইয়ামিন ও জব্বার ট্রলারে ওঠে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীপথে নির্জনতার সুযোগে ভুক্তভোগীকে ভয় দেখিয়ে ডোমরাখালী চরে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। রাত ৯টার দিকে অভিযুক্তরা মাওয়া পুরাতন কোস্টগার্ড স্টেশনের পাশে ভিকটিমকে ট্রলার থেকে নামিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা