শেরপুরে সড়কে বালু ও মাটি ফেলে চলাচলে প্রতিবন্ধকতা
- আকরাম হোসাইন শেরপুর (বগুড়া)
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বগুড়ার শেরপুর পৌর শহরের ধুনট রোডের জনগুরুত্বপূর্র্ণ একটি মোড়ে মাটি ও বালু ফেলে রাস্তাটি বন্ধ করে দিয়েছে একটি পক্ষ। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেগেড় গেছে। অথচ সে দিকে খেয়াল নেই কর্তৃপক্ষের। অভিযোগটি উঠেছে স্থানীয় ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির বিরুদ্ধে।
জানা যায়, শেরপুর ধুনট মোড়ের উত্তর পাশ হতে প্রোগ্রেসিভ স্কুল পর্যন্ত বাইপাস সড়কটি স্থানীয় দু’টি পক্ষের দ্বন্দ্বের কারণে বন্ধ করে দেয়া হয়। এ কারণে সাধারণ মানুষের ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল, রাস্তার পাশে অবস্থিত ব্যবসায়ীক স্থাপনা ও দোকান, ব্যাংকের এটিএম বুথ- এসব বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে শেরপুর পৌর প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিলেও রাস্তা অবমুক্ত করার কোনো উদ্যোগ নেয়া হয়নি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সম্প্রতি ওই রাস্তার পাশে ইন্টারনেট ব্যবসায়ী ছনির লোকজনদের সাথে বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ঝগড়া ও মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাস্তার ওপর বালু ফেলে রেখেছে সমিতি লোকজনরা।
ট্রাকস্ট্যান্ডসংলগ্ন জনসাধারণের ব্যবহৃত পৌর রাস্তাটি বাস-ট্রাক স্ট্যান্ডের জন্য ইজারা নেয়া হয়েছে বলে দাবি করছে বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান মালিক সমিতি। তাই তারা ইচ্ছে করেই রাস্তার মোড় এভাবে মাটি ও বালু ফেলে বন্ধ করে দিয়েছেন। প্রায় দুই সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ এই বাইপাস সড়কটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, স্কুলগামী শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।
প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানান, তাদের স্কুলে যাওয়া-আসার রাস্তা এটি। রাস্তাটি বন্ধ করে দেয়ায় স্কুলে যাতায়াতে চরম অসুবিধায় পড়তে হচ্ছে। আমাদেরকে এখন অন্যপথ ঘুরে অর্থাৎ ঢাকা-বগুড়া মহাসড়কের মতো ব্যস্ততম সড়ক পথ ধরে স্কুলে যেতে হচ্ছে। এতে বড় কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এ ছাড়াও বাইপাস রাস্তাটি বন্ধ হওয়ায় মহাসড়কে যানজট আরো বেড়ে গেছে। এই রাস্তার পাশে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংকের দু’টি এটিএম বুথ রয়েছে।
এটিএম বুথ দু’টির নিরাপত্তা প্রহরী রফিকুল ও এমদাদ বলেন, অনেক গ্রাহক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে বুথ থেকে টাকা তুলতে আসেন। কিন্তু রাস্তা বন্ধ থাকায় তারা যানবাহন নিয়ে আর বুথের নিকটবর্তী হতে পারেন না।
এ বিষয়ে বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আলহাজ শফিকুল আলম তোতা বলেন, রাস্তা বন্ধের সাথে মালিক সমিতির কোনো সম্পর্ক নেই। মারামারিকে কেন্দ্র করে ট্রাক টার্মিনালের জায়গায় বালু ফেলে রেখেছে সমিতির দু-একজন সদস্য ও শ্রমিক। সেটি সমিতির কোনো সিদ্ধান্তে রাখা হয়নি।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আশিক খান বলেন, স্তূপীকৃত বালু ও ট্রাক অপসারণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা