২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

শিকলবন্দী নাহিদ পায়নি প্রতিবন্ধী ভাতা

শিকলবন্দী নাহিদ পায়নি প্রতিবন্ধী ভাতা -

উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে তিন বছর হলো মানসিক ভারসাম্যহীন নাহিদ হোসেন (১০) নামে এক শিশুকে শিকলে বেঁধে রেখেছে তার বাবা-মা। ২০১৬ সালে দিনমজুর রুহুল আমীন ও সীমা খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করে শিশু নাহিদ। সুস্থভাবে জন্মগ্রহণ করলেও চার বছর বয়সে মানসিক সমস্যা দেখা দেয়। অনেক চিকিৎসার পর ঠিক না হওয়ায় পরে ডাক্তারের কাছে জানতে পারেন তাদের সন্তান বুদ্ধিপ্রতিবন্ধী।
সড়াতৈল গ্রামের রফিকুল ইসলাম জানান, নাহিদের ভাতা কার্ডের জন্য তার বাবা অনেকদিন হলো ঘুরছেন, সমাজসেবা অফিসের সদিচ্ছার অভাবে এখনো ভাতা কার্ড পাননি।
২০২২ সাল থেকে এখন পর্যন্ত শিকলে বাঁধা রয়েছে বলে জানান নাহিদের বাবা রুহুল আমীন। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিহ্নিত করার পর তিনি উপজেলা সমাজসেবা অফিসে ভাতা কার্ডের জন্য আবেদন করেন। দুই বছর হলো উপজেলা সমাজসেবা অফিসে ঘুরছি, বিভিন্ন অজুুহাত দেখিয়ে এখন পর্যন্ত ভাতা কার্ড দেয়া হয়নি।
তবে সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি জানেন না


আরো সংবাদ



premium cement