২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

রাজশাহী ও রংপুরে সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

রংপুর প্রেস কাবের সামনে সড়কে আলু ফেলে প্রতিবাদ জানান কৃষকরা : নয়া দিগন্ত -

রাজশাহীতে আবারো সড়কে আলু ফেলে বিােভ করেছেন কৃষকরা। হিমাগারগুলোতে আলু সংরণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করেন তারা। গতকাল বুধবার দুপুরের দিকে রাজশাহীর পবার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের সামনের সড়কে আলু ফেলে দিয়ে কৃষকরা এ বিােভ করেন। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কে বস্তা বস্তা আলু ফেলে দেন তারা। এরপর বিােভ করতে থাকেন তারা। স্থানীয় বিএনপি এ কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে।
বিক্ষুব্ধ কৃষকরা জানান, প্রতি কেজি আলু সংণের জন্য আগে রাজশাহীর হিমাগারগুলোকে চার টাকা ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে আট টাকা করা হয়েছে। এ কারণে তারা তিগ্রস্ত হবেন তাই দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান তারা। হিমাগারে ভাড়া না কমালে এবার তারা প্রয়োজনে আলু ফেলে দেবেন, কিন্তু হিমাগারে রাখবেন না বলে জানিয়ে দিয়েছেন।
বিােভ শেষে পথসভায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন বলেন, হিমাগার মালিকেরা সিন্ডিকেট করে আলু সংরণের ভাড়া বাড়িয়েছেন। এ ভাড়া কার্যকর হলে বাজারে আলুর দাম বাড়বে। এটি হতে দেয়া হবে না।
সংশ্লিষ্টরা জানান, হিমাগার মালিকরা ৫০ কেজির বস্তাতেই আলু দেয়ার কথা বললেও ফড়িয়ারা ৮০ কেজির বস্তাতেও আলু রাখতেন। এতে হিমাগার মালিকরা তিগ্রস্ত হতেন। তাই তারা এবার নতুন নিয়মানুযায়ী কেজি হিসেবে সংরণ ভাড়া নেবেন।
হিমাগার মালিকরা বলছেন, ৫০ কেজির বস্তার জন্য আগে ৩৪০ টাকা নেয়া হলে ভাড়া পড়ত ৬ টাকা ৮০ পয়সা। কিন্তু ফড়িয়ারা বস্তায় এত বেশি আলু দিতেন যে, ভাড়া পড়ত ৪ টাকা। অথচ বস্তায় ৫০ কেজির বেশি আলু না ঢোকানোর জন্য সরকারের নির্দেশনাও আছে।
রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ভাড়া কেন্দ্রীয়ভাবেই নির্ধারণ হয়। এবারো তাই হয়েছে। ৫০ কেজির বস্তা ব্যবহার নিশ্চিতের জন্য তারা এবার কেজি হিসেবে গেছেন। কারণ বেশি ওজনের বস্তা টানা হিমাগারের শ্রমিকদের জন্যও ঝুঁকিপূর্ণ।
এ দিকে রংপুরে হিমাগারে প্রতি কেজি আলুর সংরণ মূল্য ৮ টাকার বদলে দেড় টাকা করাসহ বিভিন্ন দাবিতে রাস্তায় আলু ফেলে বিােভ মিছিল ও মানববন্ধন করেছে আলুচাষি ও ব্যবসায়ীরা।
গতকাল বুধবার দুপুরে নগরীর প্রেস কাবের সামনে আলুচাষিদের বাঁচাও, কৃষি বাঁচাও স্লোগানে বিভিন্ন দাবি নিয়ে সড়কে আলু ফেলে প্রতিবাদ জানায় আলুচাষি সংগ্রাম কমিটি। পরে মানববন্ধন করে তারা। এ সময় বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক আনোয়ারা হোসেন বাবলু, বাংলাদেশ তেমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আহসানুল আরেফিন তিতুসহ অন্যরা।
সমাবেশে আলুচাষিরা প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা বাতিল করে দেড় টাকা নির্ধারণ, সরকারি উদ্যোগে প্রতি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ, সব হিমাগারে প্রকৃত কৃষকের জন্য ৬০ ভাগ জায়গা বরাদ্দ বাধ্যতামূলক, লাভজনক দামে আলু বিক্রি করতে না পারায় কৃষকদের তিপূরণ এবং সরকারি উদ্যোগে আলু বিদেশে রফতানির ব্যবস্থা করার দাবি জানান। পরে তারা বিােভ মিছিল ও ডিসি বরাবর স্মারকলিপি দেন।


আরো সংবাদ



premium cement
এটিএম আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান করবে জামায়াত ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হবে? বন্দী শিরি বিবাসের পরিবর্তে ‘গাজার এক নারীর’ লাশ দিয়েছে হামাস, দাবি নেতানিয়াহুর কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ আটক ২ ভালুকায় ভেকুতে দুর্বৃত্তদের আগুন ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবে সরকার

সকল