২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`
ট্রেনের ইঞ্জিনে আগুন

চালকের দতায় বেঁচে গেল শত প্রাণ

-

নেত্রকোনার পূর্বধলায় বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত যাত্রীর প্রাণ রক্ষা পেল চালকের দতার কারণে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পূর্বধলা উপজেলায় গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় পৌণে এক ঘণ্টা চেষ্টার পর রেলের কর্মী, যাত্রী ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তারা বালতি, গামলাসহ অন্যান্য পাত্র ভরে পানি ও কাঁদামাটি ছুড়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে ময়মনসিংহ-জারিয়া রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বলাকা কমিউটার ট্রেন চালক কৃষ্ণ কুমার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ‘বলাকা কমিউটার’ ট্রেনটি জারিয়া-আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। ধোঁয়া দেখেই ট্রেনটি ধীরে ধীরে থামিয়ে দিই। তারপর পাবলিক এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement

সকল