সোনারগাঁওয়ে দুর্ধর্ষ ডাকাতি
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে আব্দুর রহিম নামের আইনজীবীর বাড়ির রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটায়।
ডাকাতদল বাড়ির সবাইকে হাত, পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ ১২ লাখ ৭০ হাজার টাকা ও স্বর্ণলঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাতির ঘটনায় গতকাল বুধবার সকাল ১০টার দিকে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আইনজীবী আব্দুর রহিম বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে মুখোশধারী একদল ডাকাত তার বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। একপর্যায়ে বাড়ির দ্বিতীয় তলায় তাদেরকে বেঁধে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
তিনি বলেন, মসজিদ নির্মাণের রড ক্রয় করার জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছিল। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা