সাজেকে পাহাড়ে আগুন, আতঙ্কে পর্যটকরা
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রের নিচের পাহাড়ে দেয়া জুমের আগুনে অল্পের জন্য রক্ষা পেয়েছে বেশ কয়েকটি রিসোর্ট। গত সোমবার সন্ধ্যায় আগুনের লেলিহান শিখা পাহাড়ে ছড়িয়ে পড়লে রিসোর্টে অবস্থান করা হাজারো পর্যটক আতঙ্কিত হয়ে পড়েন।
সাজেকের সেনাসদস্য ও স্থানীয় লোকজনের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার বিকেলে সাজেকের নিচের পাহাড়ে আগুন দেয়া হয়। বাতাস বেড়ে গেলে সেই আগুন ভয়াবহ রূপ নিয়ে নীল কাব্য রেস্টুরেন্ট ও মোনঘর রিসোর্টের নিচে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পর্যটকরা বলছেন, আগুন এমনভাবে লেগেছে আরেকটু হলে অনেকগুলো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যেত। ক্ষতির সম্মুখীন হতো অসংখ্য পর্যটক।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, সাজেকে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি রিসোর্ট ও কটেজ রয়েছে। আগুনের কারণে সাজেকে আগত অনেক পর্যটকের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আগুনের প্রকৃত কারণ উদঘাটন করতে বলা হয়েছে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা