১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`
বরিশাল বিশ্ববিদ্যালয়

ফ্যাসিস্টের দোসর রেজিস্ট্রার স্বপদে পুনর্বহাল

-

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিন নিজের স্বার্থে নিয়মের তোয়াক্কা না করে মেয়াদ শেষেও স্বপদে বহাল রেখেছে ফ্যাসিস্টের দোসর রেজিস্ট্রার মো: মনিরুল ইসলামকে। শিক্ষার্থীদের দাবি ছিলো রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে স্বৈরাচারের দোসরদের মুক্ত করা। কিন্তু ভিসি উল্টো দোসরদের বারংবার পুনবার্সন করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনে এমনটা অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের।
গত শুক্রবার ৮৭তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মনিরুল ইসলামকে পুনর্বহালের কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিন্ডিকেট সভা স্থগিত করা হয়। নৈতিক স্খলন ও নারী কেলেঙ্কারির দায়ে ২০১৯ সালের ১০ এপ্রিল তাঁকে চাকরিচ্যুত করেছিলেন তৎকালীন ভিসি ইমামুল হক।
জানা গেছে, রেজিস্ট্রার মো: মনিরুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ জানুয়ারি। এরপর ভিসি ক্ষমতার অপব্যবহার করে ১ ফেব্রুয়ারি এক অফিস আদেশ জারি করে স্বৈরাচারের দোসর রেজিস্ট্রারকে স্বপদে পুনর্বহাল রেখেছেন। ভিসির একান্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে রেজিস্ট্রারের মেয়াদ শেষেও পিআরএল বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। এতে করে মেয়াদ শেষেও বহাল তবিয়তে সরকারি সুযোগ সুবিধায় ভোগ করছেন ও অফিস করছেন আওয়ামী দোসর মনিরুল ইসলাম।
মেয়াদ শেষেও এমন চিঠি ও অফিস আদেশে রেজিস্ট্রারের স্বাক্ষর নিয়ে পরবর্তীতে আইনি জটিতলা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ।

ড. মামুন বলেন, ‘রেজিস্ট্রার ১ ফেব্রুয়ারি থেকে অবসরে গেছেন। কিন্তু এখনো তিনি রেজিস্ট্রারের সব দায়িত্ব পালন করছেন। সরকারি সুযোগ-সুবিধা আগের মতোই ভোগ করছেন। ভিসি তাঁর প্রশাসনিক ক্ষমতা বলে, মনিরুল ইসলামকে আবার রেজিস্ট্রারের দায়িত্ব পালনের আদেশ দিতেই পারেন। কিন্তু সেই আদেশের অনুলিপি প্রশাসনে পাঠাতে হবে। কিন্তু রেজিস্ট্রারের নিয়োগ প্রসঙ্গে গত মঙ্গলবার বিকেল পর্যন্ত কোন অফিস আদেশ পাইনি। তাই কিভাবে এখনো তিনি রেজিস্ট্রার পদে বহাল রয়েছেন, তা আমি অবগত নই।’
অবসরে গ্রহণের কথা স্বীকার করে রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, ‘ভিসি আমার পিআরএল স্থগিত করে নির্বাহী আদেশ দিয়েছেন। সেই আদেশ অনুযায়িই রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছি। সিন্ডিকেটের সভায় অনুমোদন পেলেই সবাইকে অফিস আদেশ দেয়া হবে বলে জানান মনিরুল।
প্রোভিসি অধ্যাপক গোলাম রাব্বানি বলেন, অবসরে যাওয়া মনিরুল ইসলামকে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন অফিস আদেশ জারি করিয়ে নিচ্ছেন ভিসি। ভিসি রেজিস্ট্রারকে নিজের মতো ব্যবহার করতেই তাঁর মেয়াদ শেষেও স্বপদে বহাল রেখেছেন বলে জানান প্রোভিসি।
ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।


আরো সংবাদ



premium cement
সমাজ সংস্কারে আলেম সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে : ধর্ম উপদেষ্টা তামাক চাষের নীতিমালা প্রণয়নে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা রমজানে মুসলিম কর্মীদের এক ঘণ্টা আগে ছুটি তেলঙ্গানায়, আপত্তি বিজেপির খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত : ব্যারিস্টার সালাউদ্দিন আইন করে আ’লীগকে নিষিদ্ধ করা হোক : আবু হানিফ রাজনৈতিক হয়রানির লক্ষ্যে খালেদা জিয়াকে আসামি করা হয়েছে শাহপরী দ্বীপে ২ লাখ পিস ইয়াবাসহ আটক ৭ পাকুন্দিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করবে নিউজিল্যান্ড আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু

সকল