১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

বড়াইগ্রামে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর

-

নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে তোজাম্মেল হক (৪২) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার উপজেলার গাড়ফা মাদরাসা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তথ্য সংগ্রহে যাওয়া এক সাংবাদিকের ওপরেও হামলার চেষ্টা করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ফা মাদরাসা মোড়ে একই এলাকার আবদুল জব্বারের ছেলে তোজাম্মেল হকের ‘মোল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। চান্দাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমদাদুল হক এবং তার ভাই যুবদলের সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আন্তাদুল ইসলাম বিভিন্ন সময়ে ব্যবসায়ী তোজাম্মেল হকের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। গতকাল শনিবারও তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আরো লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ওয়ার্কশপে গিয়ে তারা তোজাম্মেলকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় স্থানীয় একজন সংবাদকর্মী তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে তার ওপরও চড়াও হয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্বজনরা তোজাম্মেলকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
এ ব্যাপারে চান্দাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমদাদুল হক বলেন, ব্যবসায়িক একটি বিষয় নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে। মারধর ও চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
সমাজ সংস্কারে আলেম সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে : ধর্ম উপদেষ্টা তামাক চাষের নীতিমালা প্রণয়নে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা রমজানে মুসলিম কর্মীদের এক ঘণ্টা আগে ছুটি তেলঙ্গানায়, আপত্তি বিজেপির খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত : ব্যারিস্টার সালাউদ্দিন আইন করে আ’লীগকে নিষিদ্ধ করা হোক : আবু হানিফ রাজনৈতিক হয়রানির লক্ষ্যে খালেদা জিয়াকে আসামি করা হয়েছে শাহপরী দ্বীপে ২ লাখ পিস ইয়াবাসহ আটক ৭ পাকুন্দিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করবে নিউজিল্যান্ড আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু

সকল