১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

নড়াইলে বসন্ত উৎসবে বৃদ্ধাশ্রম ও গুচ্ছগ্রামের বাসিন্দারা

-

বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে উৎসবে মেতেছেন বৃদ্ধাশ্রম ও গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত বাসিন্দারা। এ উপলক্ষে গত শুক্রবার দিনব্যাপী বিভিন্ন উৎসবের মধ্যে কেক কাটা, নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার, খেলাধুলা, পুরস্কার ও সংগঠনের সদস্যদের সেরা কর্মী সম্মাননা দেয়া হয়।
নড়াইল সদরের গোপিকান্তপুর এলাকায় ‘বেলা শেষে’ বৃদ্ধাশ্রমে এবং পাশের গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত বাসিন্দাদের নিয়ে এ মিলনমেলার আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া ৪৫ শিক্ষার্থীর ব্যতিক্রমী এই আয়োজনে মুগ্ধ সবাই। ভিন্ন রকম এই আনন্দ-উৎসবকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষসহ প্রশাসনের কর্মকর্তারাও। গত শুক্রবার দুপুরে ব্যতিক্রমী এ উৎসবের উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজের সভাপতিত্বে এবং সাংবাদিক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, নড়াইল প্রেস ক্লাবের সদস্যসচিব মাহবুবুর রশিদ লাবলু, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল মুস্তারী, বি এম নজরুল ইসলাম, স্কুলশিক্ষক মোহাম্মদ সবুর, ব্যাংক কর্মকর্তা খায়রুজ্জামান প্রমুখ।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন উপলক্ষে রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে নড়াইল সদরের গোপিকান্তপুর এলাকায় অবস্থিত ‘বেলা শেষে’ বৃদ্ধাশ্রম। বিশেষ দিনে বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধদের সাথে বেলুন ফাটানো, বালিশ বদল খেলাসহ আনন্দ ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করেছি। এ ছাড়া কেক কাটা, নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার, পুরস্কার বিতরণ ও সংগঠনের সদস্যদের সেরা কর্মী সম্মাননা দেয়া হয়েছে।
এ দিকে স্বেচ্ছাসেবী সংগঠনটির এ ধরনের আয়োজনে মুগ্ধ অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসসহ অতিথিরা। সঞ্চিতা বিশ্বাস বলেন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ খুব ভালো লেগেছে। তাদের এ ধরনের ভালো কাজ শত শত বছর পেরিয়ে যাক- এই প্রত্যাশা করছি। এই অনুষ্ঠানে এসে খুব ভালো লেগেছে।

 


আরো সংবাদ



premium cement