মতলবে ছোট ভাইয়ের শোকে বড় ভাইয়ের মৃত্যু
- মতলব (চাঁদপুর) প্রতিনিধি
- ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৯
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর শোক সইতে না পেরে ১৩ দিন পরে বড় ভাই জাহাঙ্গীর আলম (৫৫) মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামে। তার বাবার নাম মৃত হাবুল মিয়া।
ছোট ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনার শোক সইতে না পেরে ১৪ ফেব্রুয়ারি মধ্য রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দুই ভাইয়ে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গত ১ ফেব্রুয়ারি মতলবের বাড়ি থেকে কর্মস্থল নোয়াখালীর উদ্দেশে রওনা দেন ছোট ভাই রুবেল হাসান রাফি। ওই দিন নোয়াখালী না গিয়ে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় নিউ হোটেল রূপসী নামের একটি আবাসিক হোটেলে এক বন্ধুর সাথে রাত্রি যাপন করেন। রাফির সাথে রাত্রি যাপন করা তার ওই বন্ধু ২ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে হোটেল ত্যাগ করেন। দীর্ঘ সময় পর দুপুরের দিকে হোটেলের নিয়মিত টেক আউট তল্লাশিকালে স্টাফদের নজরে আসে ৯ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা রুবেলের লাশ। নিহত রুবেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তার সাথে থাকা যুবককে পুলিশ খুঁজছে। এ যুবককে খুঁজে পেলে মৃত্যুর মূল রহস্য বের হবে বলে ধারণা করা হচ্ছে।
নিহত রুবেল হাসান ও জাহাঙ্গীর আলমের ভাই মো: চাঁন মিয়া জানান, গত ২ তারিখে আমার ছোট ভাই রুবেল হাসান রাফিকে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় নিউ হোটেল রূপসী নামের একটি আবাসিক হোটেলে পরিকল্পিতভাবে মেরে ফেলেছে। মৃত্যুর সংবাদ পেয়ে বিদেশ থেকে চলে এসেছি আমি। ওর মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্টের জন্য চাঁদপুরে দৌড় ঝাঁপ করছি। গত শুক্রবার রাতে আমার বড় ভাইয়ের মৃত্যুতে আমরা পরিবারের সবার মনোবল ভেঙে গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা