পলাশে জরাজীর্ণ ঘরে ১৫২টি পরিবারের মানবেতর জীবন
- নূরে-আলম রনি পলাশ (নরসিংদী)
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৫
নরসিংদীর পলাশে জরাজীর্ণ সরকারি আবাসনের ঘরগুলোতে জীবনের ঝুকি নিয়ে দিন পার করছে ১৫২টি পরিবার। ভূমি ও গৃহহীণদের দেয়া এসব ঘরগুলো মেরামত হয়নি দীর্ঘ ২৪ বছরেও। বছরের পর বছর ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজলেও খোঁজ নিচ্ছে না কেউ। বিশুদ্ধ পানির সঙ্কট, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনসহ নানা সমস্যায় মানবেতর দিন পার করছে হাজারো আবাসনবাসী।
জানা যায়, ভূমি, গৃহহীণ ও ছিন্নমূল মানুষদের বসবাসের জন্য ২০০৪ সালে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের শিমুলের টেক গ্রামে আবাসন প্রকল্পের আওতায় ১৫২টি ঘর নির্মাণ করা হয়। নির্মাণের ২৪ বছর পেরিয়ে গেলেও আবাসনের ঘরগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। এতে সবগুলো ঘরই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিটি ঘরের টিনের চালাগুলো মরিচা পড়ে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একটু বৃষ্টি হলে শিশুসন্তান নিয়ে ঘরে থাকাই মুশকিল হয়ে পড়ে এখানকার বাসিন্দাদের। ঘরের পাশাপাশি নষ্ট হয়ে গেছে বিশুদ্ধ পানির নলকূপ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন । এছাড়া এখানকার মানুষগুলোও বঞ্চিত রয়েছে অসচ্ছল মানুষদের দেয়া সরকারের বিভিন্ন সহযোগিতা থেকেও।
আবাসনের বসবাসরত রহিমা বেগম, আব্দুল হান্নান, ফুলেমেহেরসহ একাধিক বাসিন্দা জানান, ঘরের টিনের চালাগুলো মরিচা পড়ে অনেকস্থানে ফুটো হয়ে গেছে। বর্ষার সময় টিনের চালে পলিথিন দিয়ে কোনোমতো দিন পার করতে হয়।
আবাসনের বানিন্দা শাহাবউদ্দিন নামে এক বাসিন্দা অভিযোগ করে বলেন, এসব সমস্যা নিয়ে ইউএনওর অফিসে গেলে অফিসের লোকেরা আমাদের সাথে খারাপ আচরণ করে বের করে দেয়। দ্রুত সমস্যাগুলো সমাধান করা না হলে আমাদের আবাসন ছেড়ে চলে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। এসব বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন বলেন, আবাসনে সমস্যাগুলো আমার জানা নেই। খুব শিঘ্রই আবাসন পরিদর্শন করে সমস্যাগুলো সমাধান করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা